Home / “নিয়োগ বিজ্ঞপ্তি”

“নিয়োগ বিজ্ঞপ্তি”

সেবা সংস্থার সকল যোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক ও হিসাবরক্ষকদের জানানো যাচ্ছে যে, ১ আগষ্ট ২০১৮ তারিখ “দৈনিক প্রথম আলো” পত্রিকায় আমাদের সেবা সংস্থার বিশাল “নিয়োগ বিজ্ঞপ্তি” প্রকাশিত হয়েছে। পূর্ব নির্দেশনা অনুযায়ী শাখায় একটি করে পত্রিকা সংরক্ষণ করুন এবং সংযুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রিন্ট করে শাখার একাধিক দর্শনীয় স্থানে লাগিয়ে রাখুন।এছাড়াও চাকুরীতে আবেদন করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগ সম্পর্কিত যে কোন তথ্য জানতে চাইলে তার সাথে সন্তোষজনক আচরণসহ সুষ্পষ্ট ধারণা দিয়ে আবেদন করতে উৎসাহিত করুন।