Home / EVC MRA

EVC MRA

MRA’র উদ্যোগে সেবা সংস্থার শাখা ব্যবস্থাপক বা তদুর্ধ্ব কর্মকর্তাদের অংশগ্রহণে “ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা” বিষয়ে প্রশিক্ষণের  উদ্বোধন ঘোষণা করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’র মাননীয় এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ্ মহোদয়।

০৫.০৩.২০২৩ রবিবার সকাল ১০.০০ ঘটিকায় সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র উদ্যোগে সেবা সংস্থায় কর্মরত শাখা ব্যবস্থাপক বা তদুর্ধ্ব কর্মকর্তাদের অংশগ্রহণে “ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা” বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও-দের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’র মাননীয় এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ্ মহোদয়। পবিত্র কোরআন তেলওয়াতের পর আনুষ্ঠানিকভাবে এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ্ মহোদয় প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে সেবা সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন স্বাগত বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে অথরিটি’র পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন জনাব নূরে আলম মেহেদী, পরিচালক, জনাব মুহাম্মদ মাজেদুল হক, পরিচালক, জনাব জিনাত আমান বন্যা, উপ-পরিচালক, জনাব মোঃ ফরিদুল হক, সিনিয়র সহকারী পরিচালক এবং জনাব সুমন চাকমা, সিনিয়র সহকারী পরিচালক, এমআরএ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আগত সকলকে ফুল দিয়ে বরণ করেন সেবা সংস্থার পরিচালকবৃন্দ ও উর্ধ্বতন কর্মকর্তাগণ। সেবা সংস্থায় আগমন উপলক্ষে প্রধান অতিথি মহোদয়কে বিশেষ সম্মাননা হিসেবে সেবা সংস্থার নির্বাহী পরিচালক, জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন ক্রেস্ট প্রদান করেন। আগত বিশেষ অতিথিবৃন্দ প্রশিক্ষণের সার্বিক দিক নির্দেশনাসহ পর্যায়ক্রমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সেবা সংস্থার উদ্যোগে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ্ স্যারের উপস্থিতিতে সেলাই মেশিন ও ভ্যান গাড়ী বিতরণ

০৫.০৩.২০২৩ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় সেবা সংস্থার প্রধান কার্যালয়ে স্যারের উপস্থিতিতে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার ০৫ জন দুঃস্থ্য অসহায় মহিলাদের মাঝে মানবিক সহায়তার আওতায় বিনামূল্যে ০৫টি সেলাই মেশিন বিতরণ করা হয় এবং ০২ জন হত-দরিদ্র ব্যক্তির মাঝে ০২টি ভ্যান গাড়ী বিতরণ করা হয়