Home / News / SEBA Tower এর দুবাই ভিত্তিক Global Architect & Builder Awards (GABA) প্রাপ্তি

SEBA Tower এর দুবাই ভিত্তিক Global Architect & Builder Awards (GABA) প্রাপ্তি

অতি আনন্দের ও গর্বের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) সংস্থার প্রধান কার্যালয় SEBA Tower তার অতুলনীয় গঠন শৈলী, পরিবেশ বান্ধবতা, পাওয়ার সেভ প্রক্রিয়া ও সর্বপরি অপরুপ আউটলুক এর জন্য সকলের কাছে একটি নান্দনিক স্থাপনা হিসেবে সুপরিচিত। উল্লেখিত বিশেষনে বিশেষায়িত হওয়ার কারনে SEBA Tower বাংলাদেশের গন্ডিকে পেরিয়ে গ্লোবালি স্থান করে নিতেও সক্ষম হয়েছে। যার বহি:প্রকাশ দুবাই ভিত্তিক GABA Award এর জন্য অংশগ্রহণকারী বিভিন্ন দেশকে পেছনে ফেলে প্রতিযোগিতায় Best Township of the year (Country) জয় করে Global Architect & Builder Awards (GABA) প্রাপ্তির জন্য নির্বাচিত হওয়া। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২০ পর্যন্ত তিন দিনব্যাপী দুবাই এর ডেইরা শহরের পাঁচ তারকা হোটেল হায়াত রেজেন্সিতে জাকজমক পূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে SEBA Tower কে GABA- Global Architect & Builder Awards প্রদান করা হবে।

 

এই এ্যাওয়ার্ড প্রাপ্তী সেবা সংস্থার সকলের জন্য গৌরবের বিষয়। এ্যাওয়ার্ড প্রাপ্তির কারন সেবা টাওয়ারের অতুলনীয় গঠন শৈলী, সেবা টাওয়ার তৈরিতে যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা রয়েছে এবং বিশেষভাবে সেবা টাওয়ারের ডিজাইনার মহিউদ্দিন আলমগীর (সুপ্রিয়) ও তার প্রতিষ্ঠান সুপ্রিয় অঙ্গণ এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
ধন্যবাদান্তে- মো. রিয়াজ আহম্মেদ লিটন, নির্বাহী পরিচালক, সেবা সংস্থা, টাঙ্গাইল

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.