Home / News / স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র এমডি মহোদয় কর্তৃক সেবা সংস্থা পরিদর্শন

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র এমডি মহোদয় কর্তৃক সেবা সংস্থা পরিদর্শন

অদ্য ২৫মে, ২০২৪ শনিবার সকাল ৯.০০ ঘটিকায় স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর এমডি এন্ড সিইও (সিসি) জনাব মোহাম্মদ মোহন মিয়া এবং তাঁর সহযোগি জনাব মোহাম্মদ ইদ্রিস, সিনিয়র এ্যসিঃ ভাইস প্রেসিডেন্ট, হেড অফ এগ্রি: এন্ড রিটেইল ব্যাংকিং ডিভিশন, ঢাকা ও স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, টাঙ্গাইল শাখার ম্যানেজার মোঃ বদর উদ্দীন সেবা সংস্থা পরিদর্শন করেন। আগত অতিথিবৃন্দদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা শেষে সেবা সংস্থার কনফারেন্স হলে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে সেবা’র কার্যক্রম সম্পর্কে অতিথিবৃন্দদের অবগত করা হয়। প্রেজেন্টেশনের শুরুতে সেবা সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন মহোদয় অতিথিবৃন্দদের সাথে প্রধান কার্যালয়ের উপস্থিত সকল কর্মকর্তাদের পরিচয় করিয়ে
দেন এবং বিভিন্ন আর্থিক সহায়তাকারী ব্যাংক ও লিজিং কোম্পানীর সহযোগিতার কথা তুলে ধরেন। অতঃপর জনাব মোঃ সাইদুর রহমান মল্লিক, পরিচালক প্রশাসন মহোদয় সেবার সার্বিক কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। উপস্থাপন শেষে অতিথিবৃন্দ সেবা সংস্থার সার্বিক কার্যক্রমে মুগ্ধ হয়ে গুরুত্বপূর্ণ ও পরমার্শমুলক বক্তব্য রাখেন এবং সংস্থার সার্বিক সাফল্য কামনা করেন। সভা শেষে অতিথিবৃন্দদের অংশগ্রহনে সংস্থার উদ্যোগে ঘারিন্দা সোল পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

About Shahadat Hossain Shafi

SiteLock