Home / News / সেবা সংস্থার বার্ষিক সাধারণ সভা-২০২৪ ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠান

সেবা সংস্থার বার্ষিক সাধারণ সভা-২০২৪ ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠান

অদ্য ১৯ মার্চ ২০২৪ খ্রি. রোজ মঙ্গলবার সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা)’র বার্ষিক সাধারণ সভা-২০২৪ ও ইফতার মাহ্ফিল সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মনিরুজ্জামান, সভাপতি, সেবা সংস্থা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, অতপর প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব/নির্বাহী পরিচালক জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন মহোদয় সভায় স্বাগত বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য শেষে বিগত সভার পর্যালোচনা, কার্যবিবরণী এবং বিবিধ বিষয়ে আলোকপাত করেন। এরপর সার্বিক কার্যক্রম ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থাপিত হয়। সভায় সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পক্ষে সদস্য জনাব খন্দকার আতিকুজ্জামান টুটুল, সহ-সভাপতি, জনাব তানভীর আহমেদ, বিশেষ অতিথি জনাব খন্দকার নাজিম উদ্দীন, চেয়ারম্যান, ভাসানী ফাউন্ডেশন, বিশেষ অতিথি জনাব মোঃ শাহ্ আলম, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, টাঙ্গাইল এবং সেবা সংস্থার সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ হারুন-অর-রশিদ সভায় গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করেন। অদ্যকার সাধারণ সভা শেষে ইফতার মাহ্ফিলে প্রতিষ্ঠানের সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সদস্য,পরিচালকমন্ডলীসহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও যোনাল ম্যানেজারগণ, বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও এ্যাসিঃ ম্যানেজারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান সমাপনী বক্তব্যের মাধ্যমে সকলকে ইফতার মাহ্ফিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

About Shahadat Hossain Shafi