Home / News / সেবা সংস্থার নতুন ২টি শাখার শুভ উদ্ভোধন

সেবা সংস্থার নতুন ২টি শাখার শুভ উদ্ভোধন

আলহামদুলিল্লাহ-মহান আল্লাহ তা’য়ালার অশেষ রহমতে অদ্য ১১/০৫/২০২৪ইং তারিখে সেবা সংস্থার-অগ্রযাত্রায় শাখা সম্প্রসারণের ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলায় আরও ২টি নতুন শাখার শুভ উদ্ভোধন। শাখা সমূহ যথাক্রমে ত্রিশাল উপজেলায় ১৫৪ তম বৈলর শাখা ও গফরগাঁও উপজেলায় ১৫৫ তম শিবগঞ্জ শাখা। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে জনাব মোঃ মনিরুল হক, পরিচালক অর্থ মহোদয়, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী পরিচালক সহ প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About Shahadat Hossain Shafi

SiteLock