Home / News / সেবা সংস্থার উদ্যোগে টাঙ্গাইলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন BNF দিবস-২০২১ উদযাপন

সেবা সংস্থার উদ্যোগে টাঙ্গাইলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন BNF দিবস-২০২১ উদযাপন

আজ BNF দিবস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২ ডিসেম্বর ২০০৪ খ্রিষ্টাব্দে জারীকৃত রেজুলেশন এর মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (BNF) প্রতিষ্ঠা লাভ করে এবং প্রতিষ্ঠা লাভের পর থেকে প্রতিবছর ২ ডিসেম্বর ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস’ পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে BNF-এর সকল সহযোগী সংস্থা নিজ নিজ জেলায় পরস্পর সহযোগিতার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। দিবসটি উপলক্ষ্যে টাঙ্গাইল জেলায় BNF-এর লিড এনজিও হিসেবে সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) সংস্থার আয়োজনে অদ্য ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, সকাল ১০.৩০ ঘটিকায় সেবা টাওয়ার, কনফারেন্স হল টাঙ্গাইলে অত্র জেলায় কর্মরত BNF-এর ১৯টি সহযোগী সংস্থার সমন্বয়ে আলোচনা সভা, সেলিব্রেটি কেক কাটা ও র‌্যালী কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেবা সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন। অনুষ্ঠানে বিএনএফ-এর সার্বিক সফলতা কামনা করে এনজিও প্রধানদের মধ্য থেকে বক্তব্য রাখেন; জনাব আবুল কালাম মোস্তফা লাবু, নির্বাহী পরিচালক, যৌথ উদ্যোগ ও সম্পাদক- FNB টাঙ্গাইল জেলা কমিটি, জনাব অমলেশ চন্দ্র সরকার, নির্বাহী পরিচালক, আত্ম কল্যাণ, জনাব কামরুল হাসান, নির্বাহী পরিচালক, মানব উন্নয়ন পরিষদ, বেগম রওশন আরা লিলি, নির্বাহী পরিচালক, আরপিডিও, বেগম হাছিনা খাতুন, নির্বাহী পরিচালক, হৃদম এবং জনাব মোঃ আসাদুজ্জামান খান, নির্বাহী পরিচালক, অনু টাঙ্গাইল। অনুষ্ঠানে জেলার ১৯টি সহযোগী সংস্থার মধ্যে ১৮টি সংস্থার নির্বাহী প্রধান/প্রতিনিধি উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, সেলিব্রেটি কেক কাটা, আপ্যায়ন ও র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

About Shahadat Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.