Home / CM Conference in Savar

CM Conference in Savar

১৪/০২/২৫ইং রোজ শুক্রবার সেবা সংস্থার আয়োজনে সাভার যোনের সকল কর্মী ও কর্মকর্তাদের অংশগ্রহণে সিএম সম্মেলন-২০২৫ মোহাম্মদিয়া গার্ডেন, কুশুরা, ধামরাই-এ অনুষ্ঠিত হয়। সকাল ৯:৩০ ঘটিকায় সম্মানিত উপ-পরিচালক (হিসাব) জনাব তাপস সরকার মহোদয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয়কারী-ঋণ, জনাব মোঃ নবীন হাসান। প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের উদ্দেশ্যে তুলে ধরেন এবং কার্যক্রমের মূল শক্তি সিএম-দের কায়িক প্ররিশ্রমের ভূয়সি প্রসংশা করেন এবং ভবিষ্যতে কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির ঘোষণা করেন। সংস্থা কর্তৃক মনোনিত সিএম’দের অর্জনের দিক মূল্যায়ন করে (Good, Better, Best) এই তিনটি ধাপে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। এরপর সকলের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়। সবশেষে প্রধান অতিথি মহোদয় আগামি বছরও এই সম্মেলনের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে সিএম সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

SiteLock