আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অদ্য ০৭/১০/২০২৪ইং তারিখে সেবা সংস্থার-অগ্রযাত্রায় শাখা সম্প্রসারণের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে টাঙ্গাইল ও জামালপুর জেলায় আরও ৫টি নতুন শাখার শুভ উদ্ভোধন। শাখা সমূহ যথাক্রমে টাঙ্গাইল জেলায় ১৫৬ তম নিকরাইল শাখা ও ১৬০ তম ভাইঘাট শাখা এবং জামালপুর জেলায় ১৫৭ তম শ্যামগঞ্জ-কালিবাড়ী শাখা, ১৫৮ তম মাহমুদপুর শাখা ও ১৫৯ তম দেওয়ানগঞ্জ শাখার শুভ উদ্ভোধন করেন। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে জনাব মোঃ মনিরুল হক, পরিচালক অর্থ মহোদয়, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী পরিচালক (এইচআরডি), মোঃ রজব আলী, সহকারী পরিচালক (ক্রেডিট), সংশ্লিষ্ট ডিএম, যোনাল ম্যানেজার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।