প্রতিবছর ২ ডিসেম্বর ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস’ পালন করা হয়। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল জেলায় BNF-এর লিড এনজিও হিসেবে সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) সংস্থার আয়োজনে অদ্য ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার, সকাল ১০.৩০ ঘটিকায় সেবা টাওয়ার, কনফারেন্স হলরুমে অত্র জেলায় কর্মরত BNF সহযোগী সংস্থার সমন্বয়ে আলোচনা সভা, সেলিব্রেটি কেক কাটা ও র্যালী কর্মসূচি পালন করা হয়। দিবসটি উদযাপনের কিছু খন্ডচিত্র তুলে ধরা হলো।