Home / News / সেবা সংস্থার নতুন ২টি শাখার শুভ উদ্ভোধন

সেবা সংস্থার নতুন ২টি শাখার শুভ উদ্ভোধন

আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অদ্য ০৯/১০/২০২৪ইং তারিখে সেবা সংস্থার-অগ্রযাত্রায় শাখা সম্প্রসারণের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলায় আরও ২টি নতুন শাখার শুভ উদ্ভোধন। শাখা সমূহ যথাক্রমে টাঙ্গাইল জেলায় ১৬৪ তম পাকুটিয়া-নাগরপুর শাখা ও মানিকগঞ্জ জেলায় ১৬৫ তম শিবালয় শাখার শুভ উদ্ভোধন করেন। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে জনাব মোঃ মনিরুল হক, পরিচালক অর্থ মহোদয়, মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী পরিচালক (এইচআরডি), মোঃ রজব আলী, সহকারী পরিচালক (ক্রেডিট), সংশ্লিষ্ট ডিএম, যোনাল ম্যানেজার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

About Shahadat Hossain Shafi

SiteLock