Home / News / সেবা সংস্থার আরও নতুন ২টি শাখার শুভ উদ্ভোধন

সেবা সংস্থার আরও নতুন ২টি শাখার শুভ উদ্ভোধন

আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অদ্য ১০/০২/২০২৫ইং তারিখে সেবা সংস্থার-অগ্রযাত্রায় শাখা সম্প্রসারণের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে জামালপুর জেলায় আরও ২টি নতুন শাখার শুভ উদ্ভোধন। শাখা সমূহ যথাক্রমে ১৭০ তম গুনারীতলা শাখা ও ১৭১ তম বাট্রাজোড় শাখার শুভ উদ্ভোধন করেন। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে জনাব মোঃ মনিরুল হক, পরিচালক (অর্থ) মহোদয়, মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী পরিচালক (এইচআরডি), প্রধান কার্যালয়ের উদ্ধর্তন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট যোনাল ম্যানেজার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About admin

SiteLock