Home / News / সেবা সংস্থার আরও নতুন ৩টি শাখার শুভ উদ্বোধন

সেবা সংস্থার আরও নতুন ৩টি শাখার শুভ উদ্বোধন

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সদা উন্নয়নের দিকে ধাবমান সেবা সংস্থার অগ্রযাত্রায় শাখা সম্প্রসারণের ধারাবাহিকতায় অদ্য ১০/১১/২০২৫ তারিখে আরও ৩টি নতুন শাখার শুভ উদ্বোধন করা হলো। শাখাগুলো পর্যায়ক্রমে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ১৮৫তম বয়ড়া শাখা, মাদারগঞ্জ উপজেলায় ১৮৬তম হাটমাগুড়া শাখা ও নেত্রকোনা জেলার সদর উপজেলায় ১৮৭তম নেত্রকোনা শাখার শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, উপ-পরিচালক (এইচআর এন্ড প্রোগ্রাম) মহোদয় । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অডিট চীফ ও সংশ্লিষ্ট যোনাল ম্যানেজার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । উদ্বোধন শেষে উপস্থিত সকলে সেবা সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনায় মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা কামনা করেন।

About admin

SiteLock