Home / News / সেবা সংস্থার উদ্যোগ ইফতার মাহ্ফিল অনুষ্ঠান-২০২৫

সেবা সংস্থার উদ্যোগ ইফতার মাহ্ফিল অনুষ্ঠান-২০২৫

প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অদ্য ১৬ মার্চ, ২০২৫ইং তারিখ রবিবার, সেবা সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী ও সাধারণ পরিষদ, ও অগ্রণী ব্যাংকের ডিজিএম, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, সহব্যবস্থাপক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ডাক্তার, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তাবৃন্দ। ইফতারের পূর্বে সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন মহোদয় বলেন- আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই ইফতার মাহফিলে যারা শরীক হয়েছেন আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করছি।বিশেষ করে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের অত্র সংস্থাকে ঋণ সহায়তা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।

About admin

SiteLock