Home / News / মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সেবা সংস্থার সফটওয়্যার (অটোমেশন) প্রোগ্রাম পর্যবেক্ষণ

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সেবা সংস্থার সফটওয়্যার (অটোমেশন) প্রোগ্রাম পর্যবেক্ষণ

অদ্য ২১-০৮-২০২৩ইং তারিখ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) এর নির্বাহী পরিচালক জনাব মুহাম্মদ মাজেদুল হক এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি পরিদর্শন টিম সেবা সংস্থার সফটওয়্যার পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ টিমের সদস্যবৃন্দ জনাব জনাব চন্দন কুমার দাস, সিস্টেম এনালিস্ট, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, উপ-পরিচালক, জনাব মোঃ আবু বকার সিদ্দিক, উপ-পরিচালক, জনাব মোঃ সাহিদুল হাসান, উপ-পরিচালক, জনাব মোঃ সালেহ আহম্মেদ, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সেবা সংস্থার কনফারেন্স হলে প্রজেক্টরের মাধ্যমে সফট্ওয়ার কার্যক্রম প্রদর্শন করা হয়। প্রদর্শিত সফট্ওয়ারের উপর বিভিন্ন আলোচনা-পর্যালোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সেবা সংস্থার মাননীয় নির্বাহী পরিচালক জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন স্বাগত বক্তব্য রাখেন এছাড়াও বোর্ড অব ডিরেক্টরস সহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংস্থার নির্বাহী পরিচালক মহোদয়ের নেতৃত্বে আইটি বিভাগ কর্তৃক সফটওয়্যার সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন আইটি চীফ জনাব মোঃ মোজাহারুল ইসলাম। আগত পরিদর্শকগণ সফটওয়্যার সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে সন্তোষ প্রকাশ করেছেন।

About Shahadat Hossain Shafi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.