Home / News / সেবা সংস্থার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন

সেবা সংস্থার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন

গত ১৫ আগস্ট ২০২০ ইং তারিখ রোজ শনিবার সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) এর পক্ষ থেকে সংস্থার প্রধান কার্যালয় ও ১১৬টি শাখা কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান কার্যালয়ের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ রিয়াজ আহম্মেদ লিটন। তিনি সভার শুরুতেই জাতির জনক ও তাঁর পরিবারের শহীদ সদস্যগণের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। আলোচনা অনুষ্ঠানে সংস্থার বোর্ড অব ডিরেক্টরস্ সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভাপতি অদ্যকার আলোচনা অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন। আলোচনা চলাকালীন উপস্থিত সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।
সংস্থার সকল শাখা অফিসগুলোতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। শাখায় সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ব্যবস্থাপক, এরিয়া ও যোনাল ম্যানেজারগণ দিবসটির তাৎপর্য তুলে ধরে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে বিশদ আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠানে সংস্থার শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শোক দিবস উপলক্ষ্যে আগস্ট/২০২০ মাস ব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় সকল শাখা কার্যালয়ের মাধ্যমে বৃক্ষরোপন ও বন্যা দূর্গতের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে এবং আগস্ট মাসব্যাপী প্রধান কার্যালয় ও সকল শাখা কার্যালয়ে জাতীয় শোক দিবসের ব্যানার প্রদর্শিত থাকবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.