Home / News / “গ্রাম দারিদ্রমুক্তকরণ প্রকল্পের আওতায়” বিনামূল্যে স্বাস্থসম্মত ল্যাট্রিন নলকূপ গাভী,ছাগলও ভ্যানগাড়ী বিতরণ।

“গ্রাম দারিদ্রমুক্তকরণ প্রকল্পের আওতায়” বিনামূল্যে স্বাস্থসম্মত ল্যাট্রিন নলকূপ গাভী,ছাগলও ভ্যানগাড়ী বিতরণ।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহযোগিতায় এবং সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) সংস্থা কর্তৃক বাস্তবায়িত গ্রাম দারিদ্রমুক্তকরণ প্রকল্পের আওতায় গত বৃহস্প্রতিবার স্বাস্থ্যবিধি মেনে জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলার দেউলাবাড়ী গ্রামের ৮৬টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ৩৫টি প্লাটফর্ম পাঁকাসহ স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, গোঁড়াপাকাসহ ১০টি নলকূপ, আয়বর্ধনমূলক কার্যক্রমের আওতায় ১৩টি গাভী, ৫২টি ছাগল (প্রতি বারে ২টি করে) ও ২টি ভ্যান গাড়ী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ তামিম আল ইয়ামীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব মোঃ মাহফুজুর রহমান, স্থানীয় কমিশনার জনাব মোঃ হাসান আলী, দেউলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মফিজুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সেবা প্রধান কার্যালয়ের পক্ষ থেকে উপ-পরিচালক (হিসাব) জনাব তাপস সরকার এবং পিএস-ইডি মোঃ আজিজুল হক (ফারুক) সহ সেবা মেলান্দহ শাখার কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.