Home / News / করোনা_ভাইরাস_প্রতিরোধক_হোমিও_ঔষধ_আর্সেনিকাম_অ্যালবাম৩০_সেবা_সংস্থার_স্টাফদের_মাঝে_বিনামূল্যে_বিতরণ

করোনা_ভাইরাস_প্রতিরোধক_হোমিও_ঔষধ_আর্সেনিকাম_অ্যালবাম৩০_সেবা_সংস্থার_স্টাফদের_মাঝে_বিনামূল্যে_বিতরণ

বর্তমান বিশ্বে করোনা পরিস্থিতি মহামারী আকার ধারণ করায় বিশ্বের বড় বড় রাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানীরা করোনা ভাইরাসের ভ্যাকসিন বা ঔষধ প্রস্তুতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন বা ঔষধ এপর্যন্ত আবিস্কার না হলেও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হোমিওপ্যাথিক ঔষধ আর্সেনিকাম অ্যালবাম-৩০ (Arsenicum album-30) কার্যকরী ভুমিকা পালন করছে। সেবা সংস্থা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই স্টাফদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করে আসছে। এরই ধারাবাহিকতায় আর্সেনিকাম অ্যালবাম-৩০ হোমিও ঔষধটি প্রতিষ্ঠান কর্তৃক ক্রয় করে সকল পর্যায়ের স্টাফদের মাঝে বিনামুল্যে সরবরাহ করা হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.