Home / news / “সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) সংস্থায় বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস পালিত ”

“সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) সংস্থায় বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস পালিত ”

বিনম্রশ্রদ্ধা ও শোকের মধ্যদিয়ে সেবা সংস্থার প্রধানকার্যালয় সহ সকল যোন, এরিয়া ও শাখা অফিসে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভির্জের মধ্যদিয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়।  প্রধানকার্যালয়ে অনুষ্ঠিত শোকসভা ও মিলাদ মাহফিলে সেবা সংস্থার বোর্ড অব ডিরেক্টরস্ সহ সকল উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন এবং যোন, এরিয়া ও শাখা অফিস গুলোতে অনুষ্ঠিত শোকসভা ও মিলাদমাহফিলে সংশ্লিষ্ট অফিসের  কর্মকর্তা, কর্মী ও উপকারভোগী সদস্য উপস্থিত থেকে দোয়ামাহফিলে অংশগ্রহণ করেন।

About admin

Check Also

টাঙ্গাইলে তিন দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলায় বিএনএফ এর ব্যনারে সেবা সংস্থার উদ্যোগে স্টল

টাঙ্গাইলে তিন দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলায় বিএনএফ এর ব্যনারে সেবা সংস্থার উদ্যোগে স্টলে বিএনএফ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *